গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১২ নভেম্বর) ভোর ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জয়দেবপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সহকারী উপ-পরিচালক মো. মামুন বলেন, ‘স্টেশনের সামনেই দাঁড়িয়ে থাকা ভি আই পি পরিবহনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের সিটসহ অনেক অংশ পুড়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রণ আনা হয়।’
বাসন থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ পারভেজ মিয়া খোলা কাগজকে জানায়, ঘটনার পরপরই ওসি মো. শাহীন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তার সঙ্গে ছিলেন এসআই কামরুজ্জামান।
তিনি আরও বলেন, ‘ঘটনায় কেউ হতাহত হয়নি। দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।’
এ বিষয়ে জানতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন খানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
কেকে/বি