মেসার্স আকতার এন্টারপ্রাইজের মালিক নুর-উন-নবীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও পাসপোর্ট জব্দের আদেশ দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত-১।
গত ৩ নভেম্বর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক খাতুনগঞ্জ শাখার আবেদনের প্রেক্ষিতে অর্থঋণ আদালত-১’-এর বিচারক মো. হেলাল উদ্দীন এ আদেশ দেন।
আদালতের আদেশের বিষয়টি ব্যাংকের প্যানেল আইনজীবী আলী আজগর চৌধুরী নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, আকতার এন্টারপ্রাইজের মালিকের বিরুদ্ধে ১৩০ কোটি ৩৫ লাখ ৪৩ হাজার ৮০৩ টাকা পাওনা আদায়ের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক খাতুনগঞ্জ শাখা মামলা দায়ের করেন। মামলায় নুর-উন-নবীসহ, চেয়ারম্যান, বন্দক দাতা ও ঋণের সুবিধা ভোগীদের বিবাদী করা হয়।
বর্তমান দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্তিতির সুযোগ নিয়ে বিবাদীরা ব্যাংক তথা সরকারি অর্থ আত্মসাৎ করার হীন উদ্দেশ্যে যে কোন সময় বিদেশে পালিয়ে যেতে পারে। ন্যায় বিচারের স্বার্থে ব্যাংক বিষয়টি আদালতের নজরে আনলে তিন নম্বর বিবাদী নুর-উন-নবীর দেশত্যাগের নিষেধাজ্ঞা ও পাসপোর্ট জব্দের আদেশ দেন আদালত।
এছাড়া, অন্য বিবাদীদের স্ব-শরীরে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।
কেকে/এমএ