বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের লক্ষ্যে ৪টি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে এ চুক্তিসমূহ স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানসমূহ বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১১১.২৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে যেখানে ৭,৬০৭ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
চার বিনিয়োগকারীর মধ্যে তিনটি সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন—চীন, সিঙ্গাপুর ও চীন-সিঙ্গাপুর যৌথ মালিকানাধীন; অপরটি একটি বাংলাদেশি প্রতিষ্ঠান। নতুন এসব শিল্প জুতা, চামড়া প্রক্রিয়াজাতকরণ, টেস্টিং সেবা এবং গার্মেন্টস এক্সেসরিজ উৎপাদনে বিনিয়োগ করবে।
চুক্তিস্বাক্ষরকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগটি করছে চীনের তাই মা সুজ (বিডি) কোম্পানি লিমিটেড, যারা ৫৫.০৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি জুতা তৈরির কারখানা স্থাপন করবে। প্রতিষ্ঠানটি প্রতিবছর ৭০ লাখ জোড়া ফরমাল ও ক্যাজুয়াল জুতা উৎপাদন করবে এবং ৫,৯০০ জন বাংলাদেশির কাজের সুযোগ সৃষ্টি করবে।
সিঙ্গাপুরের বাংলাদেশ সংশিন লেদার কোম্পানি লিমিটেড ২৫.০৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করবে। প্রতিষ্ঠানটি ক্রাস্ট লেদার থেকে বছরে ৩৬ মিলিয়ন বর্গফুট ফিনিশড লেদার উৎপাদন করবে এবং ৪৮০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকরে।
চীন–সিঙ্গাপুর মালিকানাধীন অ্যানরে হোল্ডিং (বিডি) কোম্পানি লিমিটেড ২০.০৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি সেবা-মুখী টেস্টিং ল্যাবরেটরি স্থাপন করবে। এ ল্যাব বাংলাদেশের শিল্পকারখানাগুলোকে, বিশেষত বেপজা অর্থনৈতিক অঞ্চলের শিল্পসমূহের জন্য তাদের উৎপাদিত পণ্য ও কাঁচামালের মান পরীক্ষার সুবিধা প্রদান করবে। টেস্টিং সুবিধাসম্পন্ন এ প্রতিষ্ঠানটিতে ৭৭০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বাংলাদেশি প্রতিষ্ঠান র্যাপটক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১১.১৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে লেবেল, ট্যাগ, টেপ, প্রিন্টিং ও প্যাকেজিং উপকরণসহ বিভিন্ন গার্মেন্টস আনুষঙ্গিক পণ্য উৎপাদন করবে। বছরে ২০,০০০ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যে এ প্রকল্পে ৪৫৭ জনের কর্মসংস্থান হবে।
বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মোঃ আশরাফুল কবীর চুক্তিগুলোতে স্বাক্ষর করেন। অন্যদিকে, মি. লিয়াও ওয়েইজুন, চেয়ারম্যান, তাই মা সুজ (বিডি) কোম্পানি লিমিটেড; মি. ঝাং গুয়াংজিন, জেনারেল ম্যানেজার, বাংলাদেশ সংশিন লেদার কোম্পানি লিমিটেড; মি. হু জিনলিন, জেনারেল ম্যানেজার, অ্যানরে হোল্ডিং (বিডি) কোম্পানি লিমিটেড এবং মোঃ মোর্শেদ খান, ব্যবস্থাপনা পরিচালক, র্যাপটক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল প্রধান অতিথি হিসেবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
নতুন বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগ গন্তব্য হিসেবে বেছে নেওয়ায় তাদের ধন্যবাদ জানান। তিনি বেপজার নিবেদিতপ্রাণ কর্মীদের মাধ্যমে বিনিয়োগকারীদের নিরবচ্ছিন্ন ব্যবসায়িক কার্যক্রম নিশ্চিতে সার্বক্ষণিক সহায়তা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বেপজা বিনিয়োগকারীদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে সেবাদান পদ্ধতি ক্রমাগত আধুনিকায়ন করছে। নির্বাহী চেয়ারম্যান নতুন প্রতিষ্ঠানগুলোকে দ্রুত নির্মাণকাজ শুরু করে রপ্তানি কার্যক্রম শুরুর আহ্বান জানান। পাশাপাশি তিনি বিনিয়োগকারীদের তাদের পরিচিত বিনিয়োগকারীদের, বিশেষ করে ইলেকট্রনিক্স খাতে বিনিয়োগের জন্য আহবান জানান।
এছাড়া বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জনাব মো. আশরাফুল কবীর, বেপজাধীন আসন্ন দুটি নতুন ইপিজেডকে (যশোর ও পটুয়াখালী ইপিজেড) বিনিয়োগের নতুন ক্ষেত্র হিসেবে বিবেচনার জন্য চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে মি. জে সি, চেয়ারম্যান, সংশিন গ্রুপ পিটিই লিমিটেড বলেন, “আমরা বেপজার সেবায় অত্যন্ত সন্তুষ্ট। বেপজা ইকোনমিক জোন আমাদের জন্য একটি ভালো সিদ্ধান্ত। আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. আরিফুর রহমান, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ এবং বেপজার উর্ধ্বতন কর্মকর্তাগণসহ চারটি প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।
কেকে/ আরআই