চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় একটি বসতঘরের মেঝে ভেঙে ৩১টি বিষধর পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। এ সময় ৪০টি ডিমের খোসাও পাওয়া যায়।
বুধবার (২২ অক্টোবর) বিকালে হাটহাজারী পৌরসভার ১১ মাইল এলাকার মিঠাছড়ার কূল এলাকার একটি বাসা থেকে ‘ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশ’-এর সদস্যরা এগুলো উদ্ধার করেন।
ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের হাটহাজারী প্রতিনিধি রেজাউল করিম রাকিব জানান, খবর পেয়ে তারা ওই বাড়িতে যান। পরে দুটি ঘরের মেঝে ভেঙে ৩১টি সাপের বাচ্চার পাশাপাশি ৪০টি ডিমের খোসা উদ্ধার করা হয়। অভিযানে তাকে জিসাত নামে একজন সহযোগিতা করেন।
রেজাউল করিম রাকিব বলেন, ‘উদ্ধার করা সাপগুলো হাটহাজারী ১১ মাইল বন বিভাগের সহযোগিতায় জঙ্গলে অবমুক্ত করা হবে।’
কেকে/এমএ