বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি      শুক্রবার থেকে টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু      বন্যা-ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৪৪      দুদকের সামনে ককটেল বিস্ফোরণ      বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব      
দেশজুড়ে
টেকনাফ থানার সামনে জনতার বিক্ষোভ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ১০:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ মডেল থানায় সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ও জুলাই আন্দোলনের যোদ্ধা মো. রফিকসহ পাঁচজনের বিরুদ্ধে কোন রকম তদন্ত ছাড়া মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটকের ঘটনায় স্থানীয় শত শত নারী-পুরুষ বিক্ষোভ মিছিল করেছেন। 

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরের দিকে টেকনাফ মডেল থানার সামনে এ কর্মসূচি করেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় শত শত নারী-পুরুষ। 

মামলার আসামীরা হলেন টেকনাফ সদর ইউনিয়নে গোদারবিলের মোজাহের মিয়া ছেলে বশির উল্লাহ (৩০), একই ইউনিয়ন নতুন পল্লান পাড়ার মোক্তার আহমেদের ছেলে মো. রফিক (৩৫), মাওলানা নুর আহমেদের ছেলে আব্দুল মাজেদ (৪৫), মৃত মোস্তফা আহমেদের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩০), মৌলভী নুর আহমেদের ছেলে আবুল খায়ের (৬৫) ও মনিকের ছেলে আবু তাহের (৪৫)।

মো. রফিক বলেন, ‘মামলার বাদী টেকনাফ পৌরসভা কেকে পাড়া ও পুরাতন রোহিঙ্গা নারী ফেরদৌস আকতারের সঙ্গে গোদাবিলের বাসিন্দা মোজাহার মিয়ার মধ্যে দ্বন্দ্ব চলে আসছে এবং তাদের মধ্যে ঘটনা হয়েছে। এ ঘটনায় ফেরদৌস আকতারের ছেলে মো. রফিককে মারধর করে মোজাহার মিয়া ধরে নিয়ে গেলে পরে স্থানীয় মহিলা মেম্বার ও সদরের চেয়ারম্যান তাকে উদ্ধার করে পুলিশকে বুঝিয়ে দিয়েছে। সেটা স্থানীয় মহিলা মেম্বার আমাকে জানালে বিষয়টি আমি এতটুকু জানি। গত ১৫ অক্টোবর যেদিন ঘটনা হলো সেদিন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি মিটিং ছিলো আমি সেখানে ছিলাম। এ ঘটনার পরে কোন রকম তদন্ত না করে তড়িঘড়ি চালিয়ে আমিসহ আরও পাঁচজনের বিরুদ্ধে ওই মহিলার কথায় গত ১৬ অক্টোবর টেকনাফ থানায় মামলা রুজু করে ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর।’

তিনি আরও বলেন, ‘মামলায় টেকনাফ থানা পুলিশ অভিযান চালিয়ে মধ্যরাতে আমার তিনজন আত্মীয়কে আটক করে নিয়ে যায়। অথচ এই মামলার এক নাম্বার আসামীকে আটক করা হয়নি। আমাকে ২ নম্বর আসামী করা হলো, আমাদের বিষয়ে কোন রকম তদন্ত ছাড়া ওসি যে মামলা নিল, তা দেখে আমরা অবাক।’

‘ওসি একটি ষড়যন্ত্রকারী মহলকে খুশি করতে মোটা অংকের টাকার বিনিময়ে এ রকম একটা  মিথ্যা মামলা নিয়েছেন।’

টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী বলেন, ‘আওয়ামী দুঃশাসনের ইন্ধনে টেকনাফ সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রফিকসহ বহু নিরীহ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল রাতে মামলার পরে মঙ্গলবার ভোরে টেকনাফের বিভিন্ন এলাকায় আটক ও তল্লাশি অভিযান চালানো হয়; যা একেবারেই অগ্রহণযোগ্য ও লজ্জাজনক।’

‘মো. রফিক দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদের অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী সৈনিক, একজন জুলাই আন্দোলনের যোদ্ধা। তার মতো নিবেদিত রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে এই হয়রানি শুধু রাজনৈতিক প্রতিহিংসা নয়, এটি গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। টেকনাফ উপজেলা যুবদলের পক্ষ থেকে আমরা এই অবৈধ মামলা, হয়রানি ও আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

আটক আব্দুল মজিদের ভাই আরিফ উল্লাহ জানান, ফেরদৌস আকতারের ছেলের সঙ্গে যার ঘটনা হয়েছে তাকে হয়রানি না করে গোপনে মোটা অংকের টাকার বিনিময়ে পাঁচজনের বিরুদ্ধে টেকনাফ থানার ওসি মামলা রুজু করে ঐ মহিলাকে খুশি করেছেন। এ মামলায় আমার ভাই আব্দুল মজিদ, আবু তাহের ও জাহাঙ্গীর আলমকে রাতে ধরে নিয়ে এসেছে থানায়।’

জানতে চাইলে উখিয়া ও টেকনাফে সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান এ বিষয়ে কোন কিছু জানেন না বলে জানান।

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  টেকনাফ থানা   বিক্ষোভ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

হৃদয়ের লড়াইয়ের পরও বাংলাদেশের বড় পরাজয়
নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি
বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জীবন্ত প্রতীক
বিএনপি ক্ষমতায় গেলে বেনাপোলে প্রথম হাসপাতাল নির্মাণ করবে : তৃপ্তি
গঙ্গাচড়ায় ধান মাড়াই মেশিনের আগুনে ক্ষয়ক্ষতি

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
সোনাইমুড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close