নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের মেরিগাছা গ্রামের উত্তরপাড়া এলাকায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের জাহাঙ্গীরের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসনের সূত্রে জানা যায়, ১৫ বছর বয়সী এক কিশোরীর বিয়ের প্রস্তুতি চলছে—এমন খবর পেয়ে উপজেলা প্রশাসনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেয়। পরে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী কিশোরীর পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় অভিযুক্ত পিতা ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কাজে আর জড়াবেন না বলে মুচলেকা দেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগের মাধ্যমে এ ধরনের অপরাধ রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
কেকে/এআর