সাভার উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদানের আগেই আলোচনায় উঠে এসেছেন মাহবুবুর রহমান।
আগামী রোববার (১২ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে। তবে দায়িত্ব নেওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে নানা বিতর্ক ও সমালোচনা শুরু হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, মাহবুবুর রহমানকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি বিভিন্ন সুবিধা ও সুযোগ নিয়েছেন। পাশাপাশি, তিনি “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং “বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ”-এর সদস্য হিসেবেও পরিচিত।
ছবি : খোলা কাগজ
সূত্র আরও জানায়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
এদিকে তার যোগদানের খবরে স্থানীয়ভাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার অতীত কর্মকাণ্ড ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার ছবি প্রকাশ করে সমালোচনা করছেন।
ছবি : খোলা কাগজ
এ বিষয়ে একাধিক স্থানীয় সচেতন নাগরিক বলেন, আমরা চাই সাভারে একজন নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য ইউএনও আসুক। কোনো রাজনৈতিক দলের ঘনিষ্ঠ কেউ থাকলে প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়।
একজন অভিজ্ঞ স্থানীয় রাজনীতিক বলেন, সাভারে প্রশাসনিক পদে রাজনৈতিক প্রভাব পড়লে সাধারণ মানুষের আস্থা হারিয়ে যাবে। আমরা চাই প্রশাসন দলমত নির্বিশেষে সবার জন্য সমানভাবে কাজ করুক।
ছবি : খোলা কাগজ
এদিকে দায়িত্ব গ্রহণের আগেই শুরু হওয়া এই বিতর্ক প্রশাসনিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সাভারের মতো গুরুত্বপূর্ণ স্থানে মাহবুবুর রহমানের মতো একজন আলোচিত ব্যক্তিকে নিয়োগ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সচেতন মহল।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর সাভারের বিদায়ী ইউএনও আবু বক্কর সরকারকে বদলি করে চট্টগ্রামে পদায়ন করা হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন মুন্সিগঞ্জ সদর উপজেলার ইউএনও মাহবুবুর রহমান।