কুমিল্লা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মানিকারচর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাতেন খন্দকার বলেন, রাতে ডিবির একটি দল এসে তাজুল ভাইকে নিয়ে যায়। তবে কেন বা কি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, আমরা তা জানি না।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাজুল ইসলাম তাজ দীর্ঘদিন ধরে এলাকায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তার অনুসারীদের বিরুদ্ধে অতীতে দখল, চাঁদাবাজি ও ভয়ভীতির নানা অভিযোগ ছিল। সাম্প্রতিক সময়ে ইউনিয়নে দলীয় অভ্যন্তরীণ বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনাও সৃষ্টি হয়। এছাড়া ২০২৪ সালের ৫ জুলাইয়ের গণ-অভ্যুত্থানের অন্যতম পরিকল্পনাকারী ও মেঘনা উপজেলায় ছাত্রদের ওপর হামলার নির্দেশদাতা হিসেবেও তাঁর নাম উঠে আসে।
তাজুল ইসলামের গ্রেফতারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে আইন প্রয়োগের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছেন। আবার কেউ মনে করছেন এটি স্থানীয় রাজনৈতিক টানাপোড়েনের অংশ হিসেবেই পরিচালিত হয়েছে।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল খোলা কাগজকে বলেন, ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম তাজকে গ্রেফতার করা হয়েছে।
কেকে/ আরআই