ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগ নেতা লিটন গ্রেফতার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৯:০৪ পিএম

জুলফিকার আলী লিটন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী লিটনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আঠারবাড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
লিটন সরিষা ইউনিয়নের মাছিমপুর গ্রামের প্রয়াত জাসান আলী ফকিরের ছেলে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটনকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।’