‘জাগো বাহে তিস্তা বাঁচাই’- এ স্লোগানে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় গণমিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ এ কর্মসূচির আয়োজন করে।
আন্দোলনকারীরা আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার আওতায় কাজ শুরুর দাবি জানিয়েছেন। গণমিছিল-সমাবেশে হাজারো নারী-পুরুষ অংশ নেন।
দুপুর থেকে হাতীবান্ধা হেলিপ্যাড মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকে লোকজন। পরে সেখান থেকে আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির সাংগঠনিক সম্পাদকআসাদুল হাবিব দুলুর নেতৃত্বে বের হয় গণমিছিল। এতে তিস্তাপাড়ের কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। মিছিলটি প্রায় দেড় কিলোমিটার প্রদক্ষিণ করে। পরে হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্দোলনের সমন্বয়কারী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজীব প্রধানের সভাপতিত্বে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারী, উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন ।
আসাদুল হাবিব দুলু বলেন, ‘মহাপরিকল্পনা বাস্তবায়ন তিস্তাপাড়ের দুই কোটি মানুষের গণদাবি। আমরা জানি না এটি বাস্তবায়নে সরকার কেন গড়িমসি করছে। আমরা চাই, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই যেন মহাপরিকল্পনার কাজ শুরু হয়। তফসিল দেওয়ার সঙ্গে সঙ্গে নানা জটিলতা শুরু হতে পারে।’
কেকে/ এমএ