নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী এলাকায় খানাখন্দে ভরা রাস্তায় চলাচলে ভোগান্তিতে ছিলেন স্থানীয় বাসিন্দারা। উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন স্থানীয় যুবদল নেতা করিম রহমান। তিনি নিজ উদ্যোগে রাস্তা মেরামতের কাজ শুরু করেন।
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া ওই রাস্তায় পানি জমে থাকত, শুকনো মৌসুমে ধুলাবালিতে পথচারীদের কষ্ট পোহাতে হতো। স্থানীয় বাসিন্দারা বলছেন, এ কাজের ফলে তাদের ভোগান্তি অনেকটাই কমে এসেছে।
স্থানীয় ব্যবসায়ী বিল্লাল বলেন, ‘এই রাস্তায় পানি জমে অনেক কষ্টে আসা যাওয়া করতাম। এখন মেরামত করার পর কিছুটা স্বস্তি পেয়েছি।’
করিম রহমান বলেন, ‘আমাদের রাজনীতি শুধু মিছিল মিটিং নয়, মানুষের পাশে থাকা। জনগণের চলাচলের সুবিধার জন্য আমি নিজ উদ্যোগে রাস্তার সংস্কারের কাজ করেছি।’
উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘আমাদের নেতাকর্মীরা জনগণের পাশে থাকতে চায়। করিম রহমান যেভাবে নিজ উদ্যোগে কাজ করেছেন, সেটি প্রশংসনীয়।’
এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
কেকে/বি