বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি      শুক্রবার থেকে টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু      বন্যা-ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৪৪      দুদকের সামনে ককটেল বিস্ফোরণ      বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব      
দেশজুড়ে
চকরিয়ায় র‍্যাবের মাদক বিরোধী মতবিনিময় সভা
মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, যুব সমাজকে বাঁচান
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৯:৫৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

'মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, যুব সমাজকে বাঁচান' স্লোগানে কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের স্থানীয় কালী মন্দির মাঠে মাদক বিরোধী জনসচেতনতামূলক এক মতবিনিময় সভা ও জনগণের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবার আয়োজন করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১৫ কক্সবাজার। 

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, র‍্যাব ১৫ কক্সবাজারের উপ-অধিনায়ক মেজর এহতেশামুল হক খান। কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী মঈন উদ্দিন রাকিবের সঞ্চালনায় বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে কাকারা রুদ্রপল্লী সর্বজনীন কালী মন্দির মাঠে অনুষ্ঠিত মাদক বিরোধী মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তারা বক্তব্য রাখেন।  

প্রধান অতিথি বক্তব্যে বলেন, মাদক শুধু ব্যক্তিকেই নয়, পুরো পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। একজন মাদকাসক্ত ব্যক্তি ধীরে ধীরে নিজের মানসিক, শারীরিক ও সামাজিক শক্তি হারায়। সে হারায় নিজের ভবিষ্যৎ, আর তার পরিবার হারায় হাসি-খুশি জীবন। আমরা জানি, মাদক শুধু শহরে নয়, গ্রামেও ছড়িয়ে পড়ছে। 

তিনি আরও বলেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের তরুণ সমাজ এখন সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে। কারণ, কৌতূহল থেকেই অনেক তরুণ প্রথমবার মাদকের সংস্পর্শে আসে। এরপর সেই কৌতূহলই পরিণত হয় এক ভয়ংকর আসক্তিতে। আমরা চাই, প্রতিটি তরুণ যেন সচেতন হয়, মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়। তরুণ প্রজন্মকে এই ভয়াল ছোবল থেকে রক্ষায় প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের পরিদর্শক ধনঞ্জয় দেবনাথ, র‍্যাব ১৫ এর স্কোয়াড্রন লিডার মো. তৌহিদুল মবিন খান। 

বক্তব্য রাখেন, ডুলাহাজারা কলেজের অধ্যাপক কৃষ্ণ কান্তি দে, কক্সবাজার নতুন বাহারছড়া শাহী জামে মসজিদের খতিব মাওলানা এম আলা উদ্দিন ইমামী, কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন। 

স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা ছাত্র প্রতিনিধি সাঈদ হাসান, শিক্ষার্থী তাপস দেব, ইমরানুল ইসলাম আলভী, ফোরকানুল ইসলাম, জিনিয়া, কাকারা তাজুল উলুম দাখিল মার্দ্রাসার শিক্ষার্থী আসিফা জান্নাত।

নিজের জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন, মাদকাসক্ত থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা কাকারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ষাটোর্ধ্ব বৃদ্ধ সৈয়দ আলম। 

অনুষ্ঠানে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ওই এলাকার স্বল্প আয়ের দুই শতাধিক নারী-পুরুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন র‍্যাব ১৫ এর মেজর ডাক্তার মো. ফারহান উজ জামান। 

অনুষ্ঠান শেষে ক্রীড়ামুলক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিশু-কিশোর, যুবক ও বৃদ্ধদের মাঝে পুরস্কার ও ক্রীড়া সামগ্রী তুলে দেন র‍্যাব কর্মকর্তা মেজর এহতেশামুল হক খান।

কেকে/বি

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি
বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জীবন্ত প্রতীক
বিএনপি ক্ষমতায় গেলে বেনাপোলে প্রথম হাসপাতাল নির্মাণ করবে : তৃপ্তি
গঙ্গাচড়ায় ধান মাড়াই মেশিনের আগুনে ক্ষয়ক্ষতি
সুন্দরগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
সোনাইমুড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close