সারাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস।
দিবসটি উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইকবাল হোসেন, উপজেলা নির্বাচন অফিসার শাহ মো. আহসান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রমুখ।
কেকে/ আরআই