রাজবাড়ী সদর উপজেলায় তারেখ হাসানকে আহ্বায়ক ও গাজী বাচ্চুকে সদস্য সচিব করে আগামী ৪ মাসের জন্য গণঅধিকার পরিষদের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) গণঅধিকার পরিষদ রাজবাড়ী জেলার আহ্বায়ক মো. শরিফুল ইসলাম ও সদস্য সচিব রবিউল আজম স্বাক্ষরিত জেলা শাখার প্যাডে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটিতে প্রবাসী মো. তারেখ হাসানকে আহ্বায়ক এবং ব্যবসায়ী মো: গাজী বাচ্চুকে সদস্য সচিব করা হয়েছে।
যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুর আলম, রোমান খান, রাকিবুল ইসলাম রাকিব, মো সাইফুল খান, বাতেন মল্লিক, হালিম শেখ, মো শামীম মোল্লা, মো জব্বার শেখ, মো ইমন শাহ উজ্জ্বল, কামরুল ইসলাম, আব্দুল মাজেদ শেখ, মোহাম্মদ রাজীব প্রামানিক।
যুগ্ম সদস্য সচিব রবিউল ইসলাম, রাসেল সরদার, মো. সালাউদ্দিন, রমিজ, জাফর আলম, শাওন আহমেদ সাগর, মো. হাসান রহমান, সবুজ মিজী, মো. রইছ উদ্দিন, কামরুজ্জামান কাজল, মো. পলাশ মল্লিক, মতিয়ার শেখ, হাসান শেখ, সুজন শেখ, বাচ্চু শেখ।
সদস্য মো. খোকন, মো. মানিক, আলম, সোহেল মল্লিক, মো. আনোয়ার হোসেন, হাদিস উদ্দিন, মো. লিটন, সাব্বির রহমান, ফরহাদ রেজা, সাইফুল ইসলাম, সাব্বির রহমান, ফরহাদ রেজা ও সাইফুল ইসলাম।
গণঅধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব রবিউল আজম কমিটি অনুমোদনের তথ্য নিশ্চিত করে বলেন, সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে ৪ মাস মেয়াদী রাজবাড়ী সদর উপজেলার ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
পাংশা ও কালুখালীতে কমিটি দেওয়া হয়েছে এবং দ্রুত গোয়ালন্দ ও বালিয়াকান্দিতে কমিটি দেওয়া হবে।
কেকে/বি