মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় এক হোটেল মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার বাউশিয়া, টেংগারচর ও বালুয়াকান্দি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়। তিনি জানান, গজারিয়া বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া মানাবে পার্কের বিপরীতে পাশে এবং বালুয়াকান্দি মায়ামী রেস্টুরেন্টের বিপরীতে পাশে গড়ে উঠা দুটি অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন পূর্বক কারখানাগুলো এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অপরদিকে টেংগারচর ইউনিয়নের ভাটেরচর বাস স্ট্যান্ড এলাকায় খুলনা হোটেল ও রেস্টুরেন্টের মালিককে অবৈধ ভাবে গ্যাস ব্যবহার করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
তিতাস গ্যাস সোনারগাঁ মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, অভিযানে যেসব স্থাপনার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এগুলো প্রতিদিন প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা গ্যাস চুরি করতো। ধারাবাহিকভাবে আমাদের অভিযান চলছে যা সামনে আরো জোরদার করা হবে।
অভিযানে গজারিয়া থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
কেকে/ আরআই