নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় জামায়াতে ইসলামীর গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বেলা ১১ টায় জামায়াতে ইসলামী ধামইরহাট উপজেলা শাখার এ গণসংযোগের আয়োজন করে।
গণসংযোগ উদ্বোধন করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ জেলা নায়েবে আমীর, নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের এমপি প্রার্থী এনামুল হক।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জামায়াতের ধামইরহাট উপজেলা আমির মাওলানা কামরুজ্জামান জুয়েল, নায়েবে আমীর আতাউর রহমান, সেক্রেটারি মাওলানা রেজোয়ান হোসেন, পৌর শাখার আমির মাওলানা ইসমাইল হোসেন, ১ নম্বর ধামইরহাট ইউনিয়ন আমীর মাওলানা ইউনুছার রহমান।
এনামুল হক হ্যান্ডবিল বিতরণ ও আসন্ন নির্বাচনে দাড়ি পাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ শেষে বিকাল ৫ টায় ধামইরহাট বাজারের ঐতিহাসিক নিমতলী মোড়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনায় পথসভা অনুষ্ঠিত হয়।
কেকে/ এমএ