গাজীপুরে পৃথক দুটি স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
রোববার (৫ অক্টোবর) রাত ১২টা থেকে সাড়ে ১২ টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর ও ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মেট্রো সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, রাজেন্দ্রপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
অন্যদিকে, জিএমপির মেট্রো সদর থানার ডিউটি অফিসার এএসআই সামিউল জানান, রাত ১২টার দিকে একটি মোটরসাইকেলে তিনজন যুবক শিববাড়ী-চান্দনা চৌরাস্তা সড়ক হয়ে যাচ্ছিলেন। ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পেছনে থাকা এক যুবক সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলের চালক ও অপর এক যাত্রী গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
কেকে/ এমএস