অগ্রণী ব্যাংক পিএলসি'র ১০০ দিনের বিশেষ কর্ম পরিকল্পনার অগ্রগতি বিষয়ে খুলনা সার্কেলের অঞ্চল প্রধান এবং শাখা প্রধানদের নিয়ে ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) যশোরে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।
এ সময় ৯৭ জন শ্রেণীকৃত ঋণ গ্রাহকের কাছ থেকে ১৩ কোটি ৯৭ লাখ টাকা শ্রেণীকৃত ঋণ আদায় করা হয়। সম্মেলনে প্রধান অতিথি মো. আনোয়ারুল ইসলাম তার বক্তব্যে অগ্রণী ব্যাংকের ১০০ দিনের বিশেষ কর্ম পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মো. ইখতিয়ার উদ্দীন। যশোর অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. রোকন উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে খুলনা সার্কেলাধীন সকল নির্বাহী ও অন্যান্য অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ ও বিভিন্ন শাখার গ্রাহকগণ উপস্থিত ছিলেন।