চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সামাজিক সংগঠন ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’র উদ্যোগে ১ হাজার ব্যক্তিকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বামনসুন্দর ফারুকীয়া দাখিল মাদ্রাসার ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থী ও এলাকাবাসীকে এ সেবা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি শওকত আকবর সোহাগ। বিশেষ অতিথি ছিলেন একাডেমিক কমিটির সভাপতি মহিউদ্দিন, পরিচালনা কমিটির সদস্য নূরউদ্দিন, মাদ্রাসা সুপার মীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন আদর্শ ছাত্র ও যুব সমাজের পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী, সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হালিম, সাংগঠনিক সম্পাদক বাবলু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক তৌকির, প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়ন, সদস্য শাহাদাত, তানভীর, মেহেদী হাসান, শরীফুল, কবিতা, নজরুল, এলিট।
সার্বিক সহযোগিতায় মাদ্রাসা শিক্ষক, পরিচালনা কমিটির সদস্যসহ স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শওকত আকবর সোহাগ বলেন, ‘শিক্ষার্থী ও এলাকার অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের সেবামূলক কাজ অব্যাহত থাকবে।’
কেকে/ এমএ