পদ্মা নদীর ইসলামপাড়া ঘাট এলাকায় বিনা ইজারায় বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৬ ব্যক্তিকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধায় ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে নৌ পুলিশ লক্ষ্মীকুন্ডা থানা এবং ঈশ্বরদী থানা পুলিশ।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বিল্লাল হোসেন (৩৫), হামিদুল ইসলাম (৩৮), হাসান গাজী (২৮), আবু সালেহ (২৫), সিরাজুল ইসলাম (২২) ও কামাল হোসেন (৪৮)। এদের মধ্যে ৪ জনের বাড়ি বরগুনা জেলায়।
আসাদুজ্জামান সরকার জানান, আটককৃত ৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ঈশ্বরদী থানা পুলিশের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
কেকে/বি