রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় অটোরিকশা উল্টে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুইজনই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তি হলেন ৭০ বছর বয়সী মাইনুল ইসলাম। আহতরা হলেন মো. আব্দুস সাত্তার (৬৫) ও মোছা. আলীয়ারা বেগম (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে তারা রাজশাহী থেকে অটোরিকশা যোগে গোদাগাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের রেলগেট বাজার এলাকায় পৌঁছালে পাশের রাস্তা থেকে হঠাৎ একটি মোটরসাইকেল প্রধান সড়কে ঢুকে। চালক ব্রেক দেওয়ার চেষ্টা করলে একপর্যায়ে অটোরিকশাটি উল্টে যায়।
দুর্ঘটনায় মাইনুল ইসলাম অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, আহত দুইজনের অবস্থা স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত।
গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করে দুর্ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা করছি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।’
স্থানীয়রা জানান, অটোরিকশা চালক সতর্কভাবে ব্রেক দিয়েছিলেন, যার ফলে আরও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
কেকে/ এমএ