মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় সিয়াম নামে আরও এক মাদক ব্যবসায়ী। তার রুম তল্লাশি করে উদ্ধার করা হয় আরও ৫০ পিস ইয়াবা, একটি ছুরি, ধাতব বলভর্তি একটি বক্স, নগদ ৮৫ হাজার টাকা এবং ভবনের বাইরে থেকে একটি তাজা গুলি।
রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার গজারিয়া গ্রামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের বাড়ি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।
আটকৃকতরা হলেন- গজারিয়া গ্রামের মৃত লিটন কাজীর ছেলে নয়ন কাজী ও একই গ্রামের সিদ্দিক লস্করের ছেলে নাদিম।
গজারিয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত তিনটার দিকে গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের বাড়ির পেছনে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালায়। এ সময় ভবনের সামনে থেকে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সিয়াম নামে আরও এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরিত্যক্ত ভবনটির একটি কক্ষে সিয়াম থাকতো। পরে ওই কক্ষটি তল্লাশি করে ৫০ পিস ইয়াবা, এক বক্সভর্তি ধাতব বল, একটি ছুরি, নগদ ৮৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন পাওয়া যায়। পরে ভবনের বাহিরে থেকে এক রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে। তবে উদ্ধার হওয়া বিভিন্ন আলামতের বিষয়টি খতিয়ে দেখবো আমরা।
কেকে/ আরআই