নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে ৫ হাজার ৩৭০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এসময় বেলাল উদ্দিন নামে একজনকে আটক করা হয়।
রোববার (২৮ সেপ্টম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে নৌবাহিনী।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকা সমূহে মাদক, অস্ত্র, চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন রোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার দিবাগত রাতে নৌবাহিনীর একটি টহল দল হাতিয়া উপজেলার নলচিরা ঘাট এলাকায় টহল চলাকালীন নৌবাহিনীর গাড়ি দেখামাত্র এক ব্যক্তি একটি দোকানের সামনে থেকে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি সন্দেহ হওয়ায় নৌবাহিনী ওই দোকানে তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ তেলসহ বেলাল নামে একজন চোরাচালানকারীকে আটক করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃত বেলালের তথ্য মোতাবেক নলচিরা ঘাটের আরো বেশ কিছু দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানগুলো থেকে অবৈধভাবে মজুদকৃত ২৪ ব্যারেল এবং ২৯টি প্লস্টিক জেরিকেন পাত্রে ৫ হাজার ৩৭০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ছয় লক্ষ পয়তাল্লিশ হাজার টাকা।
এদিকে জব্দকৃত অবৈধ জ্বালানি তেলসহ গ্রেফতারকৃত আসামিকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
কেকে/ আরআই