চট্টগ্রামে হাটহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলীপুর মুমিন পাড়া সড়কে দীর্ঘদিন ধরে উন্নয়নের ছোঁয়া লাগেনি। ভৌগোলিক অবস্থান দিকে পৌরসভার অন্যতম সড়ক এটি। এই সড়কটি জাতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউট, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও সরকারি দুগ্ধ খামারের কর্মকর্তা ও কর্মচারীসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একমাত্র যাতায়াতের মাধ্যম।
কয়েক বার এলাকাবাসীর পক্ষ হতে পৌরসভা কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হলে তারা এই বিষয়ে কোনো কর্ণপাত করেনি।
সরোজমিনে দেখা গেছে, পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে আলীপুর মুমিন পাড়া সড়কটির সংস্কার কার্যক্রমে যুগ যুগ ধরে অবহেলিত। অথচ এই সড়ক দিয়ে চলাচল করে গ্রামের হাজার হাজার মানুষ। এছাড়াও পৌরসভার দেওয়ান নগর ১ নম্বর ওয়ার্ডের জনগণও এ সড়ক দিয়ে চলাচল করেন।
সড়কের পাশে জলাশয় থাকায় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কারণে বর্ষাকালে এই সড়কটি পানিতে তলিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। গ্রামে কোনো মুমূর্ষু রোগী বা অগ্নিকাণ্ড হলে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের যানবাহন এই সড়কে ঢুকতে পারে না।
ওসমান গণিসহ বেশ কয়েকজন গ্রামবাসী জানান, ৫২ জনের স্বাক্ষরিত একটি দরখাস্ত পৌর প্রশাসক বরাবর দাখিল করেছি, যা নয় মাস অতিবাহিত হয়েছে।
এই বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেডএম আনোয়ার বলেন, ‘এলাকাবাসী একটি আবেদনপত্র জমা দিয়েছেন। এই সড়কটি প্রকল্পের আওতায় এনে শিগগিরই উন্নয়ন কাজ করা হবে।’
কেকে/এমএ