নাটোরের লালপুরে কোটি টাকা ব্যয় করেও ড্রেন নির্মাণ কার্যত ব্যর্থ হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রকৌশলীদের অব্যবস্থাপনা ও ভুল পরিকল্পনার কারণে বছরের অধিকাংশ সময়ই লালপুর বাজারকেন্দ্রিক এলাকা জলাবদ্ধতায় ভোগে।
উপজেলার ছয় রাস্তার মোড় থেকে বাজার প্রবেশপথ এবং উত্তর লালপুরের পুরাতন বাজার এলাকায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের সমস্যা অব্যাহত। এতে শ্রী সুন্দরী উচ্চ বিদ্যালয় ও লালপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী, শতাধিক ব্যবসায়ী ও পরিবার চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
গত কয়েক বছরে লালপুর বাজারকেন্দ্রিক পাঁচটি নতুন ড্রেনে প্রায় ২ কোটি টাকা ব্যয় করা হলেও তা কার্যকর হয়নি।
অভিযোগ, জ্ঞানহীন নক্শা ও অপরিকল্পিত নির্মাণের কারণে, পানি সঠিকভাবে নিষ্কাশিত না হয়ে বাজার ও আশপাশের এলাকায় জমে থাকে। মোটর ব্যবহার করে পানি সরাতে হচ্ছে।
ভুক্তভোগীদের দাবি, তেলপাম্প থেকে পদ্মা নদী পর্যন্ত প্রধান ড্রেন সংস্কার করলে সমস্যার স্থায়ী সমাধান হতো।
জানা গেছে, গত বছর লালপুর বাজার উন্নয়ন প্রকল্পে তেলপাম্প থেকে পদ্মা নদী পর্যন্ত নতুন ড্রেন নির্মাণের জন্য ৪ লাখ ১২ হাজার টাকা বরাদ্দ থাকলেও অজ্ঞাত কারণে তা বাস্তবায়ন হয়নি। চলতি বছরও বাজার উন্নয়নের জন্য ৩ লাখ ২৬ হাজার টাকা বরাদ্দ থাকলেও কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব জানান, "এই বিষয়ে আগের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে হবে। আমি নতুন, তাই বিস্তারিত জানি না। একা আমার পক্ষে এ কাজ করা সম্ভব নয়।"
স্থানীয়দের অভিযোগ, প্রকৌশলীদের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণে কোটি কোটি টাকা ব্যয় হলেও কার্যকর সমাধান মিলছে না। ফলে বছরের পর বছর শতাধিক পরিবার ও হাজারো মানুষ পানিবন্দি হয়ে থাকতে বাধ্য হচ্ছেন।
কেকে/বি