র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ এখানে মিলেমিশে বসবাস করে। এবারের শারদীয় উৎসব নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। অপ্রীতিকর কোনো ঘটনার আপাতত কোনো সম্ভাবনা নেই। সুতরাং কেউ গুজবে কান দিবেন না।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর আমলাপাড়ায় পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে, তিনি মণ্ডপের প্রস্তুতির খোঁজখবর নেন। এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন র্যাবের এ অধিনায়ক। পূজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এসময় পূজা উদযাপন কমিটির উপদেষ্টা প্রবীর কুমার সাহা, আমলাপাড়া পূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অভিজিৎ রায় উপস্থিত ছিলেন।
এসময় প্রবীর কুমার সাহা বলেন, আমাদের মণ্ডপের ঠিক বিপরীত পাশেই একটি মসজিদ। তাদের নামাজের সময় আমরা ঢাকঢোল বাজানো বন্ধ রাখি। তারাও আমাদের পূজায় সহযোগিতা করে। তারা আমাদের মণ্ডপ পাহারা দিয়েছে। অন্য যে কোনো সময়ের চেয়ে এবার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করা হবে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে এবার ২২৪টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা উদযাপন করা হবে।
কেকে/ এমএস