মৌলভীবাজারের রাজনগর থানার খেয়াঘাট বাজার-আব্দুল্লাহপুর রোডের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে এবং ভাঙা রাস্তা মেরমামত করার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে ১ নম্বর ফতেহপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিক ফোরামের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
জাহিদপুর সিরাজ মার্কেট থেকে মিছিল বের হয়ে আব্দুল্লাহপুর হয়ে আব্দুল্লাহপুর বাংলাবাজার পর্যন্ত যায়। মিছিল শেষে বাজারে মানববন্ধন করেন এলাকাকাসী।
মানববন্ধনে বক্তব্য দেন আব্দুলাহপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সোহেল আহমদ, জাহিদপুরের প্রবীণ মুরুব্বি আব্দুল আলী, জাহিদপুর আব্দুল্লাহ পুর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শাহ আলম, নানু মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ‘দীর্ঘদিন থেকে খেয়াঘাট টু আব্দুল্লাহপুর সড়কটির বেহাল অবস্থা, জায়গায় জায়গায় ভেঙে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। কাশিমপুর থেকে জাহিদপুর পর্যন্ত রাস্তা কাজের জন্য খুঁড়া হলেও গত এপ্রিল মাস থেকে কাজ বন্ধ হয়ে আছে। এতে জনসাধারণের ভোগান্তি বহুগুণে বাড়ছে। অসুস্থ মহিলা শিশুদের নিয়ে যাতায়াত কষ্টদায়ক হয়ে পড়ছে। স্কুল মাদ্রাসার ছাত্রদের ক্লাসে নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হতে বিলম্ব হচ্ছে।’
জনগণ এমন পরিস্থিতিতে জেলার সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন।
মানববন্ধনে ৩ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিক ফোরামের পক্ষে ঘোষণা পত্র পড়েন রাশেদ বিন শফিক।
কেকে/ এমএ