নারায়ণগঞ্জের সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৫ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল বিদ্যালয়ের প্রাঙ্গণে রেঁনেসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এ আয়োজন করে।
বিদ্যালয়ের সভাপতি নাজমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন। প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলামিন হোসেন, সহসভাপতি হুমায়ূন কবির, যুগ্ম সম্পাদক জাকির প্রধান, সহসম্পাদক মো. সাঈদ ও সহসভাপতি ফরিদ মোল্লা।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে মো. মোশারফ হোসেন বলেন, “আজকের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। সৎ, মেধাবী ও দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শুধু ভালো ফল নয়, নৈতিক শিক্ষা ও পরিবেশের প্রতি সচেতনতা গড়ে তোলাও জরুরি।”
মো. শাহজাহান মেম্বার বলেন, “বিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়, বরং সৎ নাগরিক তৈরির কেন্দ্র। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ রেখে যাবে।”
আয়োজকরা জানান, শিক্ষা ও মানবিক চেতনা বিস্তারে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রমও জোরদার হবে বলে তারা আশা প্রকাশ করেন।
কেকে/ এমএ