কক্সবাজার জেলার রামু উপজেলার পাহাড়ি জনপথ ঈদগড় ইউনিয়নে বেশ কয়েক বার অপহরণের ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অপহৃতদের ছাড়িয়ে আনার ফলে অপহরণকারীদের অপহরণ প্রবণতা বেড়ে গেছে। কিছু দিন আগে ঈদগড় থেকে মেয়ে শিশু অপহরণ করে লাখ টাকা চাঁদা নিয়ে ছেড়ে দেয়। আইনি পদক্ষেপ না থাকার কারণে অপহরণ আতঙ্ক দিন দিন বাড়ছে বলে জানিয়েছে সাধারণ জনগণ।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে ঈদগাও সড়কের হিমছড়ি ঢালায় ডাকাতদল মোটরসাইকেলে থাকা ঈদগড় ইউনিয়নের হাসনাকাটা ফাতেরঘোনার মোহাম্মদ হোসনের ছেলে হেলাল উদ্দিন ও ঈদগড় ৪ নম্বর ওয়ার্ড়ের পূর্ব রাজঘাট এলাকার আব্দু শুক্করের ছেলে মুক্তার আহমদকে অপহরণ করেছে বলে জানা গেছে।
সূত্র জানায়, মোটরসাইকেল নিয়ে আসার সময় গতিরোধ করে ডাকাতদল হেলাল উদ্দিন ও মুক্তার আহমদকে ধরে জঙ্গলের দিকে নিয়ে যায়। এখনও তাদের কোনো খবর পাওয়া যায়নি।
এ নিয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, ‘ঈদগাও উপজেলায় অপহরণ হয়েছে বলে জানতে পেরেছি। ঈদগড় পলিশ ফাঁড়ি অভিযান চলমান রেখেছে । বিষয়টি দেখছেন ঈদগাও থানা।’
ঈদগাও থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেছেন, ‘যারা অপহরণ হয়েছে, তারা ঈদগাও থেকে যাচ্ছিল। পথে তাদের গতিরোধ করে অপহরণ করে। ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থল পরির্দশন করে এসেছি যতক্ষণ ভিকটিম উদ্ধার ও অপহরণকারীদের ধরতে না পারি, ততক্ষণ আমাদের অভিযান চলবে।’
২ জনের পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে তারা নিত্যদিনের মতো কাজে বের হলে অপহরণের শিকার হয়। তারা আতঙ্কে আছেন অপহৃতদের জীবন নিয়ে। আইনশৃঙ্কলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন তারা।
কেকে/ এমএ