নোয়াখালী সোনাইমুড়ীতে সুবর্ণা নামের (৩০) এক মহিলাকে ১৪ কেজি গাঁজাসহ আটক করে সোনাইমুড়ী থানা পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাইপাস বাস কাউন্টার থেকে আটক হন তিনি।
আটক নারীর নাম সুবর্ণা (৩০) তিনি কুমিল্লা বিশ্বরোড, পুরান চুড়িয়া বাড়ির, মেহেদী হাসানের স্ত্রী। সে নোয়াখালী সোনাইমুড়ী বাস কাউন্টার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ঐ নারীর সঙ্গে আসা অজ্ঞাতনামা ব্যক্তি, তাকে রেখে পালিয়ে যায়। তাৎক্ষণিক তিনি বড় ব্যাগে গাঁজা বহন করে অন্যত্র সরবরাহের চেষ্টা করছিলেন বলে পুলিশ সূত্রে জানা যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে, নারী মাদক কারবারি পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমাদের টিম বাইপাস চত্বরে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন মাদক কারবারি নারীকে বাস কাউন্টারে চ্যালেঞ্জ করলে, তার কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে, এবং তাকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
কেকে/এআর