ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুমার নদে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় সাইমন শরীফ (২৭) নামে যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত ২টা থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সাইমন শরীফ উপজেলার গোয়ালডাঙ্গি গ্রামের বেলাল শরীফের ছেলে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ভাঙ্গা থানায় যুবক সাইমনকে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গার কুমার নদে কিশোর-যুবকরা স্পিডবোটে রামদা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনার প্রেক্ষিতে ‘১৫ আরই’ ব্যাটালিয়নের একটি দল পুলিশের সহযোগিতায় অভিযান চালঅয়। এ সময় সাইমন শরীফের কাছ থেকে একটি বড় রামদা, একটি বড় ছুরি ও ইয়াবা সেবনের জন্য ব্যবহৃত এক রোল ফয়েল কাগজ উদ্ধার করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, ‘যৌথবাহিনী অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করে থানা হেফাজতে দিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।’
গত বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে ভাঙ্গার কুমার নদে ট্রলারে সাউন্ড বক্সে গানের তালে তালে নানা অঙ্গ ভঙ্গিতে মেতে ওঠে কিশোররা। এছাড়াও স্পিডবোটে চড়ে অস্ত্রের মহড়া দেয় তারা। তাৎক্ষণিক পুলিশ তাদের আটকের চেষ্টা করলে নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
কেকে/ এমএ