পুঠিয়ায় যুবলীগ নেতা স্বরণ গ্রেফতার পুঠিয়ায় যুবলীগ নেতা স্বরণ গ্রেফতার রাজশাহীর পুঠিয়ায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রাশেদুল ইসলাম স্বরণ নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার কান্দ্রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্বরণ উপজেলার কান্দ্রা গ্রামের মৃত সৈয়দ শাহজামাল আলীর ছেলে এবং নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পুঠিয়া পৌর শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক।
পুঠিয়া থানা পুলিশ জানায়, ছাত্রলীগ নেতা স্বরণ নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় গড়ে তুলছিলেন, যাতে তারা একত্রিতভাবে ‘নাশকতামূলক কাজ’ এবং সরকার বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন।
এ বিষয়ে পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, স্বরণ দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠিত করে রাষ্ট্রবিরোধী তৎপরতার পরিকল্পনা করছিলেন।
এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ করতেই তাকে আটক করে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি।
কেকে/এআর