গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে পৌর এলাকার দেওপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহমুদ মিয়া দেওপাড়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদ মিয়ার অত্যাচারে দেওপাড়া গ্রামের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন। তার ভয়ভীতি ও নির্যাতনের কারণে এবারত হোসেন, শফিক মিয়া, রশিদ মিয়া, আব্দুর রশিদ ও কুসুম আলীর পরিবার গ্রাম ছাড়া হতে বাধ্য হয়।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল। তবে তার গ্রেফতারের খবরে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা তার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
আলাউদ্দিন বলেন, ‘মাহমুদ মিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/ এমএ