সিলেট নগরীতে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালক ও আরোহীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে নগরের প্রবেশপথ হুমায়ুন রশীদ চত্বরে এ কার্যক্রম শুরু হয়। হেলমেট পরা মোটরসাইকেল চালকদের হাতে গোলাপ ও রজনীগন্ধা ফুল তুলে দেন এসএমপি কমিশনার।
এ সময় আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, পুলিশ যেন সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করে—সেজন্য পুলিশ সদস্যদের উৎসাহিত করতে এবং মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট পরিধানে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা তৈরি করাও উদ্দেশ্য।
তিনি আরও বলেন, ব্যাটারিচালিত রিকশা অনুমোদিত নয়। এর চালকরা প্রশিক্ষিত নন এবং ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এজন্য সিলেট নগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে পারবে না। সিলেট নগরীকে নিরাপদ ও যানজটমুক্ত করতে যা প্রয়োজন সবই করা হবে।
কেকে/ আরআই