নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে র্যাব-১১ একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো-খোরশেদ (৪৬), রিপন (৩০) ও জয় (২৬)। তিনজনই সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছে, তারা অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে মানুষকে ভয়-ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।
কমান্ডার লে. কমান্ডার মো. নাঈম উল হক সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারি চলছিল। তারই ধারাবাহিকতায় বিশেষ এই অভিযানে একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি ফ্লেয়ার গান, ২ রাউন্ড তাজা গুলি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/এআর