সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
দেশজুড়ে
ফটিকছড়ির কাজিরহাট-গাড়ীটানা সড়ক
সড়ক নয় যেন মিনি পুকুর
সালাহউদ্দিন জিকু, ফটিকছড়ি (চট্টগ্রাম)
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি ও খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার অন্যতম যোগাযোগপথ কাজিরহাট-গাড়িটানা বাজার সড়ক। দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। প্রায় ১০ কিলোমিটার সড়কজুড়ে ভাঙাচোরা ইট, খানাখন্দ আর কাদা-পানিতে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো যাত্রীকে। কাজিরহাট বাজার এলাকায় বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে সড়কটি পরিণত হয়েছে মিনি পুকুরে। যানবাহন চলাচল বিঘ্নিত হওয়ায় অফিসগামী, শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়ছেন নিয়মিত।

সড়কটির দুই পাশে রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, ভূজপুর রাবার ড্যাম, ভূজপুর শিশুপার্ক, আচিয়া ও কৈয়া ছড়া চা বাগান। প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত শিক্ষার্থী, চা শ্রমিক ও অফিসগামী কর্মকর্তা-কর্মচারী যাতায়াত করেন। শুধু স্থানীয় জনগণই নয়, ভূজপুরের দর্শনীয় স্থানগুলোতে পৌঁছাতে পর্যটক ও ভ্রমণপিয়াসীরাও এই সড়কের উপর নির্ভরশীল। ফলে সড়কটির গুরুত্ব অপরিসীম। কিন্তু সংস্কারের অভাবে এ গুরুত্বপূর্ণ সড়কটি ব্যবহারকারীদের জন্য যেন এক দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। 

স্থানীয়দের অভিযোগ, সংস্কারের অভাবে প্রতিদিনই এই সড়কে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগের অভাবে তাদের ভোগান্তি দিন দিন বাড়ছে। দ্রুত সংস্কার না হলে সড়কটি সম্পূর্ণভাবে অচল হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা। 

তবে উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, সড়কটির দৈর্ঘ্য প্রায় ১০ কিলোমিটার। এর মধ্যে প্রথম ধাপে ৬ কিলোমিটার সংস্কারের প্রস্তাবনা দেওয়া হয়েছে। প্রস্তাব অনুমোদন সাপেক্ষে দ্রুত কাজ শুরু করা হবে। 

স্থানীয় ব্যবসায়ী শওকত ওসমান বলেন, ‘রাস্তার অবস্থা এতটাই নাজুক যে, হেঁটে চলাও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। বর্ষার মৌসুমে পুরো রাস্তা পানিতে তলিয়ে যায়। নিয়মিত ব্যবসায় পরিচালনার জন্য আমাকে রাবারড্যাম এলাকায় যাতায়াত করতে হয়, কিন্তু এই অবস্থার কারণে তা কঠিন হয়ে পড়ছে।’ 

সড়কটির দুরবস্থার কারণে শুধু সাধারণ মানুষই নয়, শিক্ষার্থী ও পর্যটকরাও ভোগান্তিতে পড়ছেন। ভূজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আছমা আকতার বলেন, ‘প্রতিদিন কাঁদা-পানি মাড়িয়ে স্কুলে যেতে হয়। অনেক সময় ইউনিফর্মের পাশাপাশি বই-খাতা নষ্ট হয়ে যায়। যদি সড়কটি সংস্কার করা হয়, তবে আমরা আনন্দের সাথে স্কুলে যেতে পারব।’

সিএনজি অটোরিকশা চালক রহিম উদ্দিন বলেন, ‘এই সড়ক দিয়ে গাড়ি চালানো মানে যেন নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলা। পথে পথে গর্ত থাকায় প্রায়ই গাড়ি বিকল হয়ে যায়। যাত্রী তুলতে গেলেও অনেকে উঠতে চান না। নিয়মিত মেরামতের খরচ বাড়ায় আয়-রোজগার থেকেও বেশির ভাগ অংশ চলে যাচ্ছে গ্যারেজে।’

ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচএম শাহজাহান চৌধুরী শিপন বলেন, ‘কাজিরহাট জিসি-গাড়িটানা বাজার সড়কটি এ অঞ্চলের প্রাণ। জনগণের দুর্ভোগ কমাতে এর সংস্কার জরুরি।’

উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ বলেন, ‘সড়কটির দৈর্ঘ্য প্রায় ১০ কিলোমিটার, প্রথম ধাপে ৬ কিলোমিটার সংস্কারের প্রস্তাবনা পাঠানো হয়েছে, অনুমোদন মিললেই কাজ শুরু হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুজাম্মেল হক চৌধুরী বলেন, ‘জনগণের কষ্ট আমরা বুঝি। তাই দ্রুত অনুমোদনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আশ্বাস দেন, সংস্কার কাজে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। 

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  সড়ক   মিনি পুকুর   ফটিকছড়ি   কাজিরহাট গাড়ীটানা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close