আখাউড়ায় ট্রেন-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত দুই
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৯ পিএম

ছবি: প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় রেল ক্রসিং পারাপারের সময় বিজয় এক্সপ্রেস ট্রেন ও সিএনজি মুখোমুখির সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গ্রীসনগর রেল ক্রসিংয়ের উপর এ দুর্ঘটনা ঘটে।।
নিহতরা হলেন কসবা উপজেলার মান্দাইরপুর গ্রামের আবু তাহের মাস্টারের মেয়ে মোছা. পপি আক্তার (২৬) ও একই এলাকার সিএনজি চালক মো. সাদেক মিয়া।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শফিকুল ইসলাম বলেন, ‘বিজয় এক্সপ্রেস ট্রেন ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পপি আক্তার ও মো. সাদেক মিয়া নামে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/ এমএ