রাজশাহীতে বৈষম্যবিরোধী মিছিলে হামলার ২ আসামি গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৮ পিএম

ছবি: প্রতিনিধি
রাজশাহী মহানগরীর দড়িখরবোনা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজপাড়া থানার সিঅ্যান্ডবি মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এসকেএন আরকান উদ্দিন বাপ্পি (৪৯) মহানগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকার মৃত আনসার উদ্দিনের ছেলে এবং মো. আরিফ রায়হান হৃদয় (৩০) একই থানার ঘোষপাড়া এলাকার মো. রজব আলীর ছেলে।
রাজশাহী নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান জানান, গ্রেফতাকৃত আরকান উদ্দিন ও আরিফ রায়হান হৃদয় গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটনার আসামী। তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরের আগে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কেকে/ এমএ