নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে ৩টি চুনা কারখানা গুঁড়িয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত অভিযানে এ পদক্ষেপ নেওয়া হয়।
অভিযানে পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িচরে ৫ শতাধিক পরিবারের অবৈধ গ্যাস সংযোগ এবং ৩টি চুনা তৈরির কারখানায় অবৈধভাবে তিতাস গ্যাসের সংযোগ নেওয়ায় লাইন বিচ্ছিন্নসহ চুল্লি গুড়িয়ে দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের সহযোগিতায় মালামাল নষ্ট করা হয় এবং এক্সকেভেটর দিয়ে ভাট্টিগুলো ভাঙা হয়। প্রতিটি অবৈধ গ্যাস লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং ক্যাপিং করে বন্ধ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জ্বালানী সম্পদ মন্ত্রণালয়ের ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন ও সোনারগাঁ জোনের ম্যানেজার সুরজিত কুমার।
সুরজিত কুমার বলেন, ‘সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান চলবে। যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানে অভিযান চালানো হবে।’
অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের কর্মকর্তা, সোনারগাঁ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
কেকে/ এমএ