বাংলাদেশ কৃষি ব্যাংক সোনাবাড়িয়া বাজার শাখার আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সোনাবাড়িয়া সোনার বাংলা ডিগ্রী কলেজের হল রুমে এ সমাবেশের আয়োজন করা হয়।
কৃষি ব্যাংক সোনাবাড়িয়া বাজার শাখার সিনিয়র অফিসার আ. গফুরের সঞ্চালনায় ও ব্যবস্থাপক ইমদাদুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষি ব্যাংক খুলনার বিভাগীয় মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া।
তিনি বলেন, ‘জুলাই-২০২৪ অভ্যুত্থানে তরুণরা প্রমাণ করেছে- এ দেশে কোন ফ্যাসিবাদ মাথা চাড়া দিতে পারবে না। মাত্র কয়েক দিনের মধ্যে জীবন বাজী রেখে তারা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে। তারুণ্যকে জয় করতে হলে অর্থেরও প্রয়োজন আছে।’
এ কারণে ছাত্রজীবন থেকে টাকা সঞ্চয় করার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
এ জন্য ছাত্র-ছাত্রীদেরকে স্টুডেন্ট একাউন্ট খোলার অনুরোধ জানান আবু হাশেম।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কৃষি ব্যাংক সাতক্ষীরা জেলার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এসএমএ কাইয়ূম, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন কৃষি ব্যাংকের সেকেন্ড অফিসার গোলাম সরোয়ার।
শুভেচ্ছা বক্তব্য দেন প্রভাষক প্রদীপ কুমার, শিক্ষক রুহুল কুদ্দুস, শিক্ষার্থী তিন্নি খাতুন, রহিতা জান্নাত।
সমাবেশে ব্যাংকের গ্রাহক, স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কেকে/ এমএ