গোদাগাড়ীতে আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেফতার
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫২ পিএম

ছবি: প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলা ও থানায় ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শামীম রেজা রাজু (৪৬)। তিনি রাজাবাড়িহাট এলাকার মৃত আব্দুস সালাম সরকারের ছেলে। অপরজন দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও দেওপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফতাব উদ্দীন আন্টু (৫১)। তিনি নিমতলা গ্রামের মৃত আব্দুল নইমের ছেলে। তৃতীয়জন গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হক (৪৮)। তিনি পৌরসভার সুলতানগঞ্জ গ্রামের মৃত মাজহারুল ইসলামের ছেলে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, ‘৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলা ও পরবর্তী থানায় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মো. রুহুল আমিন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা রাজশাহীর গোদাগাড়ীতে কর্মসূচি পালনকালে হামলার শিকার হন। পরে এ ঘটনায় ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। একই দিন থানায় ভাঙচুরের ঘটনাও ঘটে। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মীর নাম আসে।
কেকে/ এমএ