নীলফামারীর সৈয়দপুরে শিশু শিক্ষার্থীকে (১০) ধর্ষণের ঘটনায় জড়িত মোকছেদ আলী প্রামানিককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা প্লাটফর্মের ব্যানারে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিক নেতা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক মো. শফিকুল আলম, সদস্য রুমানা বেগম, কৃষ্ণা বাসফোর, শিক্ষিকা হাসিনা বানু, মো. পারভেজ, মায়া খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষণের আজ প্রায় সপ্তাহেরও বেশি সময় অতিবাহিত হয়েছে। অথচ সৈয়দপুর থানা পুলিশ আজ পর্যন্ত ধর্ষণকারীকে গ্রেফতার করতে পারেনি।’
অবিলম্বে অভিযুক্ত মোকছেদ আলীকে গ্রেফতারের দাবি জানা তারা।
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রসঙ্গত, গত ২৯ আগস্ট সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী তহশীলদারপাড়ার শিশু শিক্ষার্থীকে (১০) সহপাঠিদের সঙ্গে খেলারত থাকাকালীন প্রতিবেশি মোকছেদ আলী প্রামানিক কৌশলে নিজ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গত ১ সেপ্টেম্বর সৈয়দপুর থানায় মামলা করেন।
কেকে/ এমএ