পটুয়াখালীর কলাপাড়ায় বিরল প্রজাতির গুরুতর আহত একটি সজারু উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ কলাপাড়া শাখার সদস্যরা। এটির দৈর্ঘ্য ২ ফুট ও ওজন ৭ কেজি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় চাকামাইয়া ইউনিয়নের বেতমোর গ্রাম থেকে প্রাপ্ত বয়স্ক এ সজারুটি উদ্ধার করা হয়।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা জানান, স্থানীয়রা সজারুটিকে আটক করে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সজারুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সজারুটি পরিপূর্ণ সুস্থ হলে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্তের কথা জানান তারা।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদীক বলেন, ‘বিপদগ্রস্থ বন্যপ্রাণী উদ্ধারে এনিমেল লাভারস অফ পটুয়াখালীকে সব সময় সহযোগিতা করা হচ্ছে। সজারুটিকে চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হবে। বন্যপ্রাণী নিধনকারীদের আইনের আওতায় আনা হবে।’
কেকে/ এমএ