পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলার ডুবিতে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের সদস্যরা সহায়তার চাল পেয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তার কার্যালয় থেকে ক্ষতিগ্রস্ত ২৪ জন জেলে পরিবারের সদস্যদের মাঝে ৩০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্যোগ ত্রাণ কর্মকর্তা এম মোকছেদুল আলম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার।
এম মোকছেদুল আলম বলেন, ‘গত ১৮ আগস্ট ও ২৬ আগস্ট সমুদ্রে ২টি ট্রলার ডুবিতে ক্ষতিগ্রস্ত ২৪ জন জেলে পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে।’
কেকে/ এমএ