সাতক্ষীরার কলারোয়া পৌরসদরে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে প্রায় ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।
বুধবার (৩ সেপ্টম্বর) রাত আনুমানিক ২টার দিকে পৌরসদরের ইসলামী ব্যাংক সংলগ্ন রহমান সুপার মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়।
ক্ষতিগ্রস্থ দোকানের মালিক জনি জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ীতে গিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে তিনি খবর পেয়ে দোকানে গিয়ে দেখেন, তার দোকানে রাখা একটি আর অন-৫ মটরসাইকেলসহ দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
বাজারের নাইটগার্ড জানান, প্রথমে তারা ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরবর্তী ফায়ার সার্ভিস এসে ঘন্টা খানিকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তার মধ্যে কিছু দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।’
কেকে/ এমএ