স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে দশম শ্রেণির শিক্ষার্থীর অনশন
মো. মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট)
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০২ এএম

ছবি : প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট কর্মকার পাড়ায় স্বামীর স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার হরিজন সম্প্রদায়ের টিকটকার ও দশম শ্রেণির শিক্ষার্থী সঞ্চিতা রানী।
অভিযোগ রয়েছে, টিকটকের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর তিন মাস আগে দুর্জয় কর্মকারকে বিয়ে করেন সঞ্চিতা। তবে সম্প্রদায়ভিত্তিক বৈষম্যের কারণে দুর্জয়ের পরিবার এ বিয়ে মেনে নিতে অস্বীকৃতি জানায়।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় দুর্জয় কর্মকারের বাড়িতে অনশনে বসেন সঞ্চিতা রানী। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সঞ্চিতা জানান, টিকটকে অঙ্গভঙ্গি ও ভিডিওর মাধ্যমে দুর্জয়ের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পরে তা বিয়েতে পরিণত হয়। কিন্তু বিয়ের পর থেকে দুর্জয়ের পরিবার মেনে নিচ্ছে না।
এদিকে দুর্জয় কর্মকার বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে। স্বামীর স্বীকৃতি ও সামাজিক গ্রহণযোগ্যতার দাবিতে সঞ্চিতা রানী তার স্বামীর বাড়িতে অনশন চালিয়ে যাচ্ছে।
কালাই থানার ভারপ্রাপ্ত (ওসি) জাহিদ হোসেন বলেন, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/এআর