কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের ঢালীকান্দি জোড়া ব্রিজ সংলগ্ন নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর আমজাদ হোসেন ঢালী (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জের সীমান্তবর্তী মুন্সিগঞ্জের সিরাজদিখানের বাসাইল ইউনিয়নের চর পাথরঘাটা রেলসেতুর পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৮টার দিকে আমজাদ নৌকা নিয়ে মাছ ধরতে নদীতে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়রি করা হয়।
নিহতের ভাই ও হযরতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিমুল আহমেদ সাদ্দাম জানান, তার ভাই কৃষি কাজ করতো। তিনি সহজ সরল প্রকৃতির লোক ছিলেন এবং তার কোন শত্রু ছিলো না বলেও জানান তিনি।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কেকে/ আরআই