উৎসবমুখর পরিবেশে বান্দরবান কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে মো.আবদুল্লাহ আল মামুন চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে মো. রুহুল আমিন।
শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বান্দরবান জেলা প্রশাসকের সভাকক্ষে ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বান্দরবান কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচন ২০২৫ এর আহ্বায়ক শামীমা আক্তার নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
জানা যায়, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৮১জন। ভোট গৃহীত হয়েছে ১৬৭জনের এবং ভোটার অনুপস্থিতির সংখ্যা ছিল ১৪ জন। এছাড়া বাতিল ভোটের সংখ্যা ছিল ৩টি।
নির্বাচনে চেয়ার প্রতীক নিয়ে ১৫৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো.আবদুল্লাহ আল মামুন চৌধুরী এবং তার প্রতিদ্বন্ধী প্রার্থী হ্লাচিং মং মার্মা মুকুট প্রতীক নিয়ে ভোট পান ৭ টি।
অন্যদিকে ঘুড়ি প্রতীক নিয়ে ১০৬ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. রুহুল আমিন এবং তার প্রতিদ্বন্ধী প্রার্থী উচমং মারমা টেলিভিশন প্রতীক নিয়ে ভোট পান ৫৯ টি।
এবারের নির্বাচনে মোট পদ ছিল ৩১টি, যার মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যতীত কয়েকটি পদে বিনা প্রতিদ্ধন্ধিতায় ইতিপূর্বে কয়েকজন নির্বাচিত হন। সর্বশেষ আজ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সভাপতি মো.আমজাদ হোসেন, সহ সভাপতি-১ বাপ্পী সরকার, সহ সভাপতি-২ প্রদীপ দাশ, সহ সভাপতি-৩ তাসলিমা আক্তার, যুগ্ন সম্পাদক-১ মেনথন ম্রো, যুগ্ন সম্পাদক-২ রতন মারমা, কোষাধ্যক্ষ সনজয় দাশ,সাংগঠনিক সম্পাদক মো.ইকবাল হোসেন, প্রচার সম্পাদক মো.সুজন, দপ্তর সম্পাদক নিউটন দত্ত, সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক, মহিলা বিষয়ক সম্পাদিকা জুলেখা বেগম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক নাজমা আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক উমেসিং, আইন বিষয়ক সম্পাদক নিশিকা ত্রিপুরা, তথ্য ও যোগাযোগ সম্পাদক বিষয়ক সুমন কর্মকার, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাহেদুল ইসলাম, নির্বাহী সদস্য-১ মো. নাজমুল আলম, নির্বাহী সদস্য-৪ ডসিং উ মীরাপ্রু মার্মা, নির্বাহী সদস্য-৭ আবু নাছের মোহাম্মদ বাবর, নির্বাহী সদস্য-৮ সুমন পাল।
নব নির্বাচিত সভাপতি মো.আবদুল্লাহ আল মামুন চৌধুরী জানান, বান্দরবান কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটি আগামী ৩বছরের জন্য দায়িত্ব পালন করবে। এই কমিটি কালেক্টরেট কর্মচারীদের কল্যাণ বিভিন্ন কর্মসুচী নেবে আর তা সফলভাবে সম্পন্ন করার চেষ্টা করবে।
কেকে/ আরআই