ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের ১২৭ নং চরশিবপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা বেগমের বিরুদ্ধে এইচএসসি পাশের তিন সনদ জালিয়াতিসহ নানা অনিয়ম, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে গত ১৫ জুলাই বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী লিখিত অভিযোগ দিয়েছে সংশ্লিষ্ট এলাকাবাসী।
শুক্রবার (২৯ আগস্ট) বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, অভিযোগের প্রেক্ষিতে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার ভূমি রবিউল হাসান ভুইয়াকে আহ্বায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিরি গঠন করে।
তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খাদিজা বেগম, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মতিয়ুর রহমান, সমবায় অফিসার মো অলি আহাদ চৌধুরী। তাদেরকে দ্রুততম সময়ে তদন্ত শেষ করে রিপোর্ট দিতে বলা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত দেলোয়ারা বেগম বলেন, আমি তদন্ত কমিটির কাছে জবাব দিব। আমার কিচ্ছু হবে না,ইনশাআল্লাহ।
উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার এইচএসসি তিন সনদ, জালিয়াতি ও অনিয়ম নিয়ে পুরো আওয়ামী লীগ আমলে বিভিন্ন সংবাদমাধ্যমে বিস্তর সংবাদ প্রকাশিত হলেও, ম্যানেজ মাস্টারখ্যাত দেলোয়ারা বেগম সংশ্লিষ্ট দপ্তরের সকলকে ম্যানেজ করে এখনো বহাল তবিয়তেই কর্মরত আছেন।
কেকে/ এমএস