নওগাঁর মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সাংবাদিক এ কে সাজুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিকরা।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে সকল স্তরের সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সাংবাদিক মাহমুদুন্নবীর সঞ্চালনায় মনিরুজ্জামান মিলন চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন- নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বেলাল, মাসুদ রানা, রবিউল ইসলাম, মোকছেদুল ইসলাম, উজ্জল হোসেন, বুলবুল আহম্মেদ বুলু, সৈকত হোসেন, জামিল আহম্মেদ, মামুনুর রশীদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক একে সাজুর উপর হামলাকারী দলিল লেখক সমিতির দালাল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, প্রতিটি সরকারি অফিসই একটা নির্দিষ্ট নিয়মে চলে কিন্তু মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে গত কয়েকদিন ধরে রাতভর জমি রেজিস্ট্রি হয়ে আসছিল। এদিকে মহাদেবপুরের সাব-রেজিস্ট্রার মুক্তি আরা যে সমস্ত দলিল সাব-রেজিস্ট্রি অফিসে সম্পাদিত করেছে তা নিয়মবহির্ভূত উল্লেখ করে মুক্তি আরার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চান বক্তারা।
বক্তারা আরও বলেন, দুষ্কৃতিকারীরা সাংবাদিকদের উপরে হামলা করে তাদের অন্যায়-অনিয়ম ঢাকার চেষ্টা করে যাচ্ছে। এদের যথাযথ শাস্তির ব্যবস্থা না করলে অন্যায়-অনিয়ম যেমন বাড়বে তেমনি সাংবাদিকরা আরও হুমকির মধ্যে পড়বেন বলে জানান বক্তারা।
তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি সকল এজহারভূক্ত আসামীদের গ্রেফতার করা না হয় তাহলে কঠোর থেকে কঠোর আন্দোলনে যাওয়া হবে। এসময় সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা আইনের বাস্তায়ন করার দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ২৭ আগষ্ট নওগাঁ জেলার মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসের নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহে গেলে ডিবিসি নিউজ এর জেলা প্রতিনিধি সাংবাদিক একে সাজু হামলার শিকার হন। এ সময় সাংবাদিক সাজুর ক্যামেরা, মোবাইল ফোন এবং সাংবাদিক পরিচয় পত্র ছিনিয়ে নেয়া হয়।
কেকে/ আরআই